জি বাংলায় “মিঠাই” ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন সৌমিতৃষা কুন্ডু। এরপর সুপারস্টার দেবের হাত ধরে বড় পর্দায় আসেন তিনি। গত শুক্রবার ওটিটিতে মুক্তি পেয়েছে তার নতুন সিরিজ। একের পর এক সাফল্যে নাকি মাথা ঘুরে গেছে নায়িকার। এমনটাই মনে করেন অনেকে। তিনি বডিগার্ড নিয়ে ঘোরার কারণেও অনেকসময় কটাক্ষের মুখে পড়েছেন।

এবার সবকিছুর পাল্টা জবাব দিলেন অভিনেত্রী। জানালেন, নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বহুবার অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন তিনি।

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিতৃষা (Soumitrisha Kundu) বলেন, ‘পর্দায় একে অপরকে ছুঁই, তাই যে খুশি এসে যেন ছুঁতে পারে। আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি তখন এমন হয়েছে, কিছু ছেলে বা কাকুর বয়সি লোক এসে কোমরে হাত দেয়।’

সৌমিতৃষা স্পষ্ট বলেন, ‘আমি তো একটা মেয়ে, আমাকে যদি অন্যরকমভাবে কেউ ছুঁতে চায় আমি বাধা দিতে পারব না। আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারা পারবেন। আর তারা সেটাই করেন। সে কারণেই বডিগার্ড রেখেছি।’

নায়িকার কথায়, ‘আমাদের বুঝতে হবে, কী কারণে দর্শক মুখ ফেরাচ্ছেন। জানি, আমাদের টলিউডে হাতগোনা ক’টা চ্যানেল ও প্রযোজনা সংস্থা আছে। সেখানেই কাজ হয়। আমি চাই, ঘুরিয়ে-ফিরিয়ে সবাই কাজ পাক। কাউকে যেন পাঁচ-ছয় মাসের বেশি বসে থাকতে না হয়।’

আরও পড়ুন: Riddhi Sen: দিলজিতের কলকাতা কনসার্ট নিয়ে কি বললেন ঋদ্ধি সেন?

Image source-Google

By Torsha