ভারতে এখন পুষ্পা, অ্যানিম্যালের মতো সিনেমার জয়জয়কার। সেখানে উগ্র পৌরুষের বাড়বাড়ন্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হন আমির খান (Amir Khan)। অভিনেতা জানান, তিনি নিজেও এই বিষয়টি নিয়ে চিন্তিত।

তাঁর কথায়, “এই ধরনের ছবি সমাজকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। চাইলেও এই বিষয়টি এড়িয়ে যাওয়া যাচ্ছে না। মানুষের ভিন্ন মতামত থাকাই স্বাভাবিক। অনেকেই খুব শক্তিশালী ভাবে পুরুষতন্ত্রের প্রচার করে। আর কেউ কেউ আবার খুব সূক্ষ্ণ ভাবে বা চুপিসারে পুরুষতন্ত্রকেই তুলে ধরে।”

আমির (Amir Khan) বলেছেন, “পুরুষতন্ত্র এক দিনে উধাও হয়ে যাবে না। পুরুষতন্ত্রের বীজ বহু দিন ধরে বপন করা হয়েছে সমাজে। বহু পুরুষই নিরাপত্তাহীনতায় ভোগে। তারা মনে করে, মহিলাদের কতটা স্বাধীনতা পাওয়া উচিত, তা তাদের নিয়ন্ত্রণে। এটা মোটেই ভাল বিষয় নয়। আসলে এই বিষয়গুলির ধীরে ধীরে পরিবর্তন হয়।”

তিনি আরও বলেন, “গল্পের মাধ্যমে মানুষের মন পরিবর্তন করা দরকার। যুক্তি দিয়ে বোঝালে তা দীর্ঘস্থায়ী হয় না। মানুষের আবেগকে স্পর্শ করা দরকার, ভাল গল্পের মাধ্যমে।”

আরও পড়ুন:Recipe: বানিয়ে নিন এই সুস্বাদু রেড ভেলভেট কেক

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *