দুদিন আগে ইউনুসকে রাজধর্ম স্মরণ করিয়েছিলেন কবি ফরহাদ মজহার। এবার চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের (Bangladesh) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও।
রাষ্ট্রদ্রোহের মামলায় হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি, জামিন খারিজ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সংখ্যালঘুদের আইনি অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করা যে অন্তর্বর্তী সরকারেরই কর্তব্য, তাও ভারতের মতো একাধিক বার মনে করিয়ে দিয়েছে আমেরিকা ও ব্রিটেন। ওয়াকিবহাল মহলের দাবি, বাধ্য হয়েই তাই সংখ্যালঘু–নির্যাতন নিয়ে আলাদা করে ওই বৈঠকে বসতে হয় ইউনূসকে। কিন্তু তার পরেও থামছে না বিরুদ্ধ স্বর।
ফরহাদ আরও বলেন, “সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, এতে কোনও সন্দেহ নেই৷ গরিব মানুষের উপরে আঘাত নেমে আসছে, তাঁদের জায়গা দখল হয়ে যাচ্ছে৷ আওয়ামি লিগ যে কুকীর্তিগুলো করেছে, এখন অন্য দল করছে৷ এই তো কথা৷ ফলে সংখ্যালঘু নির্যাতন হয়নি, একথা বলা যাবে না৷” কার্যত ইউনুসকে রাজধর্মের পাঠ দেন কবি। এবার বাংলাদেশের প্রধান বিচারপতিও দেশের সমস্ত নাগরিকের ন্যায় বিচারের সপক্ষে সওয়াল করলেন।
আরও পড়ুন:Amir Khan: উগ্র পৌরুষের বাড়বাড়ন্ত নিয়ে কি বললেন আমির খান?