আরজিকর কান্ডের (RJKAR ISSUE) ১৯৫ দিন পেরিয়ে গেলেও কোনো সুরাহা মিলল না তিলোত্তমার। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে একহাত নিলেন তিলোত্তমার বাবা-মা। ৯ আগস্ট ওই ঘটনায় চিকিৎসক-ছাত্রীকে খুন ও ধর্ষণের অভিযোগ উঠেছিল, কিন্তু তদন্তের অগ্রগতি নিয়ে সন্দেহ রয়েছে তিলোত্তমার বাবা-মায়ের। একারণে, আবারও প্রতিবাদে রাস্তায় নামবেন তাঁরা, জানালেন তিলোত্তমার বাবা মা।
এদিন তারা জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েও উত্তর মেলেনি। তাই, দিল্লিতে গিয়ে সংসদ অধিবেশন চলাকালীন তাঁদের সাক্ষাৎ করার প্রচেষ্টা চলছে। কিছুদিন আগে শুভেন্দু ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে বিধানসভায় দেখা করেছেন তাঁরা, কিন্তু তাদের অভিযোগ, বিষয়টিতে রাজনীতির রং লাগানো হচ্ছে।
তিলোত্তমার বাবা বলেন ‘৯ আগস্ট যাদের ঘটনাস্থলে দেখা গিয়েছিল তারা সবাই এখনও বাইরে। তাদের কিছুই হয়নি। তাদের স্বাস্থ্য দফতরের উচ্চপদে বসানো হয়েছে। আর থ্রেট কালচার আবার স্বমহিমায় ফিরে এসেছে। তারা আরও বলেন ‘অভিজিৎ মণ্ডলকে চাকরি থেকে সাসপেন্ড করা হলেও সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়নি। এর ফলে সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারছে না। সন্দীপ ঘোষকে এখনও বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।’
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: নাগা চৈতন্যের থেকে কেনো কোনো খোরপোশ নেননি সামান্থা?