শোভিতা ধুলিপালার সঙ্গে চারহাত এক করছেন নাগা চৈতন্য। শোনা যায়, প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই নাগার জীবনে শোভিতার প্রবেশ। ২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন নাগা ও সামান্থা (Samantha Ruth Prabhu)।

বিচ্ছেদের পর নিয়মানুযায়ী ৫০ কোটি খোরপোশ পাওয়ার কথা ছিল সামান্থার। কিন্তু নাগা চৈতন্য ২০০ কোটি টাকা দিতে চেয়েছিলেন। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় একটা টাকাও নিতে চাননি সামান্থা। সেই সূত্র বলেছিলেন, “সামান্থা খুবই ভেঙে পড়েছিলেন। ওঁর এই সম্পর্ক থেকে শুধু ভালবাসা ও সঙ্গ দরকার ছিল। কিন্তু এখন আর সম্পর্কটা নেই। তাই এই সম্পর্ক থেকে ওর আর কিছুর প্রয়োজনও নেই।”

২০১৭ সালে গোয়ায় বিয়ে হয়েছিল সামান্থা (Samantha Ruth Prabhu) ও নাগা চৈতন্য। বিচ্ছেদের পর নিজেকে সামলানোর কঠিন হয়ে পড়ে সামান্থার জন্য। সেই সময় তিনি বলেছিলেন, “প্রতি দিন সকালে ঘুম থেকে ওঠার পরে কাজে যাওয়াই সামান্থার জন্য কঠিন হয়ে উঠেছে। ও খুব ভেঙে পড়েছে। কিন্তু সামান্থা চায় না, তাঁর ব্যক্তিগত জীবনের প্রভাব যেন কোনও ভাবেই কাজের উপর না পড়ে। তিনি বরাবরই একজন পেশাদার অভিনেত্রী।”

আরো পড়ুন: Antara Mitra: অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ অন্তরা

Image source-Google

By Torsha