গোটা বিশ্বে এখন অরিজিৎ সিং (Arijit Singh) এর জয়জয়কার। বলিউড টলিউড সব জায়গাতেই তাকে ছাড়া কোনো বড় বাজেটের ছবি ভাবাই যায়না। তাকে নিয়ে কথা বলতে দ্বিধা করেন না অন্তরা। এবারও অরিজিৎ চক্রবর্তীর পডকাস্টে এসে কথা বললেন বন্ধু-সহকর্মীকে নিয়ে।
অন্তরাকে (Antara Mitra) বলতে শোনা গেল, ‘অরিজিৎ সিং-কে অরিজিৎ সিং হতে দেখে লোক ভাবছে হট করে হয়ে গেছে। ফট করে তো হয় না। এগুলো কোনোটাই ব্যাঙের ছাতা নয়, এগুলো সব কটাই বড় বড় বৃক্ষ। প্রথমে চারা গাছ রোপন করে বছরের পর বছর জল দিতে হয়। তারপর সেটচা মহীরুহে পরিণত হয়।’
‘মূল শহরের বাইরে থাকা ছেলে। আড়ম্বরতা থেকে সারাজীবনই দূরে থেকেছে নিজেকে। এখনও তাই। নিজের জীবন শৈলী যা ছিল, সেই ব্যাপারটাকে ধরে রাখা, প্রতিবাদ ধরে রাখে, বিপ্লব ধরে রাখা, নিজের ভিতরটা ধরে রাখা, কোনোটাই ছেড়ে না দেওয়া, কোনোটাই লাগামছাড়া না হওয়া। এই পুরো সাধনা একত্রিত হলে তবেই একটা মানুষ রফি সাব, কিশোর কুমার, অরিজিৎ সিং-এই ধরনের মানুষে পরিণত হতে পারে।’, আরও বলেন অন্তরা মিত্র (Antara Mitra)।
আরও পড়ুন: Shahid Kapoor: মেকআপ করে কাঁদতেন শাহিদ, কিন্তু কেনো?
Image source-Google