১৯৯৪ সালে মুক্তি পায় রাজীব রাই-এর পরিচালনায় মোহরা, যেখানে নায়ক নায়িকার ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার-রবিনা ট্যান্ডন। সেই সিনেমাতে ‘টিপ টিপ বরসা পানি’ গানে। সেই দৃশ্যে অক্ষয়-রবিনার রোম্যান্স চর্চার বিষয় হয়ে উঠেছিল। তবে সম্প্রতি সেই গানের শুটিং প্রসঙ্গে রবিনা বলেন গানের শ্যুটিং করতে গিয়ে কিছু কম সমস্যায় পড়তে হয়নি তাকে। রবিনা (Raveena Tandon) জানিয়েছেন কৃত্রিম বৃষ্টি তৈরি করে গানের শ্যুটিং হয়েছিল। তাই জল একটু বেশিই ঠাণ্ডা ছিল। তার উপর সেই গানের শ্যুটিংয়ের সময় রবিনার পিরিয়ডস চলছিল। তার মধ্যেই তাকে বৃষ্টিতে ভিজে শ্যুট করতে হয়।

গানটি সম্পর্কে বলতে গিয়ে রবিনা (Raveena Tandon) বলেন, ‘আমি কোনওদিনই উত্তেজক গানে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে ওই গানটি কিছুটা কামোত্তেজক ছিল বটে তবে অশ্লীল ছিল না। আর আমি আমার কেরিয়ারে কোনওদিনই অশ্লীল কাজকে জায়গা দিই নি, দেবও না।’

তবে সূর্যবংশী ছবিতে অক্ষয়-ক্যাটরিনা আবারও সেই ‘টিপ টিপ বরসা পানি’ গানটি রিক্রিয়েট করেছেন, তাতে রবিনার মতামত কী? অভিনেত্রী বলেন, ‘ওঁরা গানে নতুন প্রাণ যোগ করেছে, এতে আপত্তি নেই। আমার রিমেক ভালোই লাগে। আমি তো আমার ছবি গানে অনেক নেচেছি, বাকিরা করলে মনে হয় ওঁরাও আমাকে অনুসরণ করছেন, সেটা তো মন্দ নয়। এটা আমি আমার জিত হিসাবেই ধরি।’

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন চিকেন চিজি পাটিসাপটা

Image source-Google

By Torsha