বাংলাদেশে হিন্দু নেতা চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির প্রতিবাদে এখনও উত্তাল চট্টগ্রাম। ইসকনের সাধুর গ্রেফতারি এবং তাঁর জামিন না পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যা গিয়েছে ইউনুস সরকারের বিদেশ মন্ত্রক। ইউনুস সরকারের প্রকাশিত বিবৃতিতে ভারতের বয়ানের বিরোধিতা করা হয়েছে। বলা হয়েছে, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে।’ এরপরও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ করছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিষয়টি ভুল ভাবে উত্থাপন করছে কেউ কেউ।

এই অবস্থায় চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ। ঢাকা জানিয়েছে, এই গ্রেফতারিকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে। তাদের দাবি, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে ইসকনের সাধু চিন্ময়কৃষ্ণ দাস সহ ১৯ জনের বিরুদ্ধে।

 

আরও পড়ুন:Arpita Mukherjee: জামিন পেলেন পার্থর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *