আরজি কর কান্ডের প্রতিবাদে কিঞ্জল নন্দের (Kinjal Nanda) নাম প্রায় সকলেরই জানা। এবার সেই নাম উঠে এলো বিতর্কের শিরোনামে। সম্প্রতি তিনি একটি স্টিল প্রস্তুতকারী সংস্থার মুখ হিসেবে অংশ নিয়েছেন। পরনে সবুজ শার্ট। প্রতিবাদ ছেড়ে অন্য কোনো কাজে তাকে অংশ নিতে দেখেই ক্ষেপে গেছে জনতা। সোস্যাল মিডিয়ায় তার প্রতি ক্ষোভ উগড়ে দিলেন তারা।
প্রশ্ন নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। তাঁর স্পষ্ট উত্তর “এক, বিজ্ঞাপনটি আন্দোলনের অনেক আগে করা। এই সময় সংস্থা প্রকাশ্যে এনেছে। সেখানে আমার কিছু করার নেই। দুই, যাঁরা ধিক্কার জানাচ্ছেন তাঁরা ভুলে গিয়েছেন চিকিৎসকের পাশাপাশি আমি অভিনেতাও। তাই আমায় বিজ্ঞাপনের মুখ বাছা হয়েছে। ওঁদের যুক্তি অনুসারে, তা হলে কি অভিনয় করব না?”
অভিনেতা-চিকিৎসক আরও বলেছেন, “অভিনয় বা মডেলিং করছি মানে এটা নয়, মূল আন্দোলন থেকে সরে এসেছি। যখন প্রতিবাদের দরকার হবে, আবারও আমায় সকলে সেখানেই দেখবেন।”
কিঞ্জলের (Kinjal Nanda) সাফ জবাব, “যাঁরা বলছেন তাঁরা কী ভাবনা থেকে বলছেন জানি না। আমিও ওঁদের হয়তো আমার ভাবনা বোঝাতে পারব না। তাই কাউকে আমার কিচ্ছু বলার নেই।”
আরও পড়ুন:
Image source-Google