কসবায় তৃণমূল কাউন্সিলর (Tmc Councilor) সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় নয়া তথ্য সামনে আনল পুলিশ ৷ কাউন্সিলরকে খুনের চেষ্টায় ধৃত আফরোজ খান ওরফে গুলজারের সঙ্গে বিহার ও ঝাড়খণ্ডের অস্ত্র ব্যবসায়ীদের যোগ থাকলেও থাকতে পারে বলে অনুমান পুলিশের ৷

তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবরাজ পাপ্পুর দলের নতুন সদস্য। বাকি তিন জনের বিরুদ্ধে বিহারের বিভিন্ন থানায় ৪০টিরও বেশি মামলা রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এদিকে সুশান্তের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই গুলজার সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে মিডিয়ার সামনে মুখ খুলে গুলজার বলেছিল, ‘সুশান্ত ঘোষ গুন্ডা। আমার জায়গা দখল করেছে, তাই মেরেছি। দু’হাজার স্কোয়ার ফুট জায়গা দখল করে নিয়েছিল হায়দার আলি। সে সুশান্ত ঘোষের গুন্ডা। সেই কারণেই তাকে গুলি করেছি।’

আরও পড়ুন:Bidhannagar:মানবিক উদ্যোগ জ্যাংরা অধিবাসী বৃন্দের কার্তিক পুজোয়!উপহার স্বরূপ কয়েকশো সাধারণ মানুষদের হাতে প্রদান করা হলো নতুন শীত বস্ত্র

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours