মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে আগেই দল থেকে সাসপেন্ডেড হয়েছে। এবার দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে (Tanmoy Bhattacharya)।

শনিবার নির্ধারিত সময়ে আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর দপ্তরে তিনি হাজির হন। বুকে ছিল তিলোত্তমার ব্যাজ। প্রায় দেড় ঘণ্টা তাঁকে নানা প্রশ্ন করেন তদন্ত কমিটির তিন সদস্য। জিজ্ঞাসাবাদের শেষে তন্ময় ভট্টাচার্য জানান, তাঁর কাছে যা জানতে চাওয়া হয়েছিল, তা তিনি জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে পরিকল্পিত কুৎসা করা হয়েছে বলে এদিনও দাবি করেন প্রাক্তন এই বিধায়ক।

এরপরই মহিলা সাংবাদিকের অভিযোগ নিয়ে তিনি বলেন, “থানায় অভিযোগপত্রে অভিযোগকারিণী উল্লেখ করেছেন যে তাঁর ক্যামেরা রেডি ছিল। আমাকে নির্দিষ্ট জায়গায় বসতে বলা হয়েছিল। কিন্তু সেখানে না বসে কোলে বসেছিলাম।” ক্যামেরা রেডি থাকলে কেন সেইসময়ে ভিডিয়ো তোলা হল না, সেই প্রশ্ন তোলেন প্রাক্তন এই বিধায়ক।

এদিন ফের তিনি বলেন, “এটা পরিকল্পিত কুৎসা। তবে কে পরিকল্পনা করেছেন, তা জানা গেলে বলা যাবে কী কারণে করা হয়েছিল।” দলের কাছে নিজের ‘বেদনা’র কথা জানিয়েছেন কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, “পার্টি কমিটিতে এখন কথা বলার সুযোগ নেই। যখন সাসপেনশন উঠবে, তখন পার্টি কমিটিতে আমার কথা বলব।”

 

আরও পড়ুন:Soumili Biswas: নতুন রূপে অভিনয়ে ফিরছেন সৌমিলি

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *