গুরুতর অবস্থায় দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্তকে। শাশুড়ি মায়ের এমন অবস্থা দেখে ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তীও ছুটে এসেছেন। নায়িকা জানিয়েছেন তার মা বহুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। আর সেই কারণেই হাসপাতালে গত ১০দিন ধরে ভর্তি আছেন তিনি।

এখন কেমন আছেন তিনি? প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেছেন, “অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছে। বৃহস্পতিবার ডায়ালিসিস হয়েছে। একাধিক পরীক্ষায় জানা গিয়েছে, প্লেটলেট রক্তচাপ কমে গিয়েছে। শরীরে আরও নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।”

অভিনেত্রীর কথায়, “ভেন্টিলেশন শব্দটা শুনলেই প্রত্যেকে ভয় পান। আমারও ভয় করছে। খুবই মনখারাপ। কিন্তু ইতিবাচক ভাবনাও ধরে রাখার চেষ্টা করছি। আমার মা খুব লড়াকু। তাই আশা, এই যুদ্ধেও জয়ী হয়ে ফিরবে।” বেশ অনেক বছর ধরেই কিডনির রোগে ভুগছেন নন্দিতা সেনগুপ্ত। গত বছরও তাকে এই একই কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন: Uttarpradesh: নারী নিরাপত্তার জন্য নতুন প্রস্তাব যোগী রাজ্যে

Image source-Google

By Torsha