বৃহস্পতিবার মানেই সিরিয়াল জগতের মহা যুদ্ধ। কারণ এই দিনকেই কোন সিরিয়াল কাকে পিছনে ফেলে কতদূর এগিয়ে গেলো, কতোটা দর্শকদের মন জয় করতে পারলো তা বিচার করার দিন। প্রতি বৃহস্পতিবারের মতো এবারেও প্রকাশিত হলো এই সপ্তাহের নন ফিকশন টিআরপি (TRP) তালিকা। এবারেও শীর্ষস্থানে আছে পর্না ও সৃজনের ধারাবাহিক “নিম ফুলের মধু”। কিন্তু এতো ভালো ফলাফল করার পরেও হঠাৎই স্লট বদল হয়ে যাচ্ছে এই ধারাবাহিকের। আগামী সোমবার থেকে রাত ৮টার বদলে সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। যা নিয়ে রেগে আগুন ফ্যানেরা। স্লট বদলের এই সিদ্ধান্ত নিয়ে অবশেষ মুখ খুললেন সৃজন অর্থাৎ রুবেল (Rubel Das)।
হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা বলেন, ‘কী বলব বলুন তো! এটা সম্পূর্ণরূপে চ্যানেলের সিদ্ধান্ত। অভিনেতা হিসাবে আমার সেখানে কিছু বলার নেই। তবে হ্যাঁ, স্লট চেঞ্জের ব্যাপারটা খুব সারপ্রাইজিং। নিম ফুলের গল্প কিন্তু ফুরিয়ে এসেছে। তাই মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু স্লট যে বদল হবে সেটা জানা ছিল না।’
রুবেলের (Rubel Das) কথায়, ‘সেটাই সবচেয়ে বড় পাওনা। গল্প ফুরিয়ে এসেছে, এখানকার অনেক শিল্পীকে অন্য সিরিয়ালে সরানো হয়েছে। এত বাধা-প্রতিকূলতার পরেও যে টিআরপিতে আমরা এক নম্বরে সেটা আলাদা ভালোলাগা।’
আরো পড়ুন: Sudipa Chatterjee: কেনো আগের মতো জনপ্রিয়তা পায়না এখনকার বাংলা সিরিয়ালগুলো? জানালেন সুদীপা
Image source-Google

By Torsha