আগে একটি বাংলা ধারাবাহিক কমপক্ষে ২-৩ বছর চলতো। কিন্তু ইদানিং ২-৩ মাসেই শেষ হয় বাংলা ধারাবাহিকের মেয়াদ। কিন্তু এর পেছনে কি কারণ থাকে পারে সেই নিয়েই কথা বললেন জি বাংলা রান্নাঘর খ্যাত সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)।
তিনি সোস্যাল মিডিয়ায় লেখেন, ‘একটি টিভি সিরিয়াল সারা দেশের সিনেমা হলে শেষ মেগা এপিসোড রিলিজ করছে। আজ সারা দেশে হাজার হাজার লোক মিলে সিনেমা হলে এই এপিসোডটা দেখবে, পারলে এই সিরিয়ালটি ইউটিউবে দেখে নেবেন, কভি ম্যায় কভি তুম। এখানে শুধুমাত্র নায়িকাই রান্না করবে, বাসন মাজবে, মন্দিরে প্রদীপ জ্বালাবে….. আবার বরকে বাবু আর আপনি বলে সম্মোধন করবে। এবং এখানেই শেষ নয়- শাশুড়ি মায়ের অত্যাচার মুখ বুজে সইবে।’
সুদীপা (Sudipa Chatterjee) আরও লেখেন, ‘দাঁড়ান! দাঁড়ান! এখানেই শেষ নয়, আরও আছে। বন্দুক হাতে অশুভ শক্তির নিধন করবে। আর মাঝে মাঝে, বরের প্রেমিকা বা বউকে সাহায্য করবে । এটা কোন বর্বরতার দিকে মেয়েদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে? দর্শকরা বাধ্য হচ্ছেন, আমাদের প্রতিবেশী দেশ- পাকিস্তানের সিরিয়াল মুগ্ধ হয়ে দেখতে। কি সুন্দর গল্পের বন্ধন, কি ন্যাচরাল মেকআপ, কি স্বাভাবিক জামা কাপড়, কোনও সেট নয়। সব আসল লোকেশনে শ্যুটিং । বাঘা বাঘা অবিনেতারা তাতে। আমরা কোনওদিনও ভাবতে পারি একটা গল্প মানুষ এত পছন্দ করেছে যে নির্মাতারা বাধ্য হয়ে, Theatrical release করছে শেষ এপিসোড? আর কবে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ বুঝবেন, যে দর্শক টিভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? বাধ্য হচ্ছেন- বাংলাদেশি নাটক, পাকিস্তানি সিরিয়াল,আর কোরিয়ান ড্রামা দেখতে। এটা কতদিন অস্বীকার করবেন? সেই এক গল্প, এক পোশাক, এক সেট। এবার জাগুন! আর কতদিন শাঁখাঁ-সিঁদুরের দিব্যি দিয়ে এক গল্প নতুন মোড়কে চালাবেন?’
তিনি বলেন, ‘টেলিভিশন ইন্ডাস্ট্রি একটা বড় মাপের ইন্ডাস্ট্রি। প্রচুর পরিবার চলে এই ইন্ডাস্ট্রিকে ভিত্তি করে। অনেক সংসার চলে। সেই ইন্ডাস্ট্রিকে নিয়ে এত ছেলেখেলা! বেশিদিন সইবে না। কেন বাস্তব থেকে সরে আসছে বাংলা সিরিয়াল? আমি জানি এর পর আমাকে অনেকে খারাপ খারাপ কথা লিখবেন। হয়তো ট্রোল হব আবার। কিন্তু,আজ এই পোস্টার তা দেখে আর থাকতে পারলাম না। আমি এই ইন্ডাস্ট্রিকে ভালবাসি । এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। তার কাছে আমার দায়বদ্ধতা আছে। সত্যিকারের মন খারাপ থেকে এত কিছু লিখলাম।’
যদিও নিজের কেরিয়ার ছোট পর্দা থেকেই শুরু করেছিলেন সুদীপা (Sudipa Chatterjee) এবং দীর্ঘদিন জি বাংলার রান্নাঘরের সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে টেলিভিশন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। ইউটিউবে নানারকম ভিডিও পোস্ট করেন তিনি।
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: চেহারা নিয়ে কটাক্ষ করতেই কড়া জবাব দিলেন সামান্থা
Image source-Google