চেহারা ভারী হোক বা ছিপছিপে। মানুষ আপনার চেহারা নিয়ে কথা বলবেই। সম্প্রতি সামান্থা রুথ প্রভুকেও (Samantha Ruth Prabhu) এমন কথা শুনতে হলো জনৈক এক নেট নাগরিকের থেকে।

এক ব্যক্তি বলেন যে সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) ভিডিয়োয় তিনি বলেন, ‘‘ওজন নিয়ে আরও এক মন্তব্য। আপনাদের জানিয়ে রাখি আমি কড়া অ্যান্টি-ইমফ্ল্যামেটরি ডায়েটের মধ্যে থাকি, আমার শরীরের জন্য যেটা খুব জরুরি। এই ডায়েট আমার ওজন বাড়তে দেয় না। মায়োসাইটিস রোগের সঙ্গে লড়াই করতে ওজনকে নির্দিষ্ট ব্র্যাকেটের মধ্যে রাখা ভীষণ জরুরি। অন্যের সমালোচনা বন্ধ করুন। মানুষকে নিজের মতো করে বাঁচতে দিন। দয়া করুন, এটা ২০২৪ সাল।’’

২০২২ সালে সামান্থা জানান যে তিনি মায়োসাইটিস নামে অটোইমিউন রোগে আক্রান্ত। অটো ইমিউন মায়োসাইটিসে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত দেহেরই সুস্থ-সবল পেশিকে আক্রমণ করে। ফলে এই বিরল সমস্যায় পেশি দুর্বল হয়ে যায়।

আরো পড়ুন:Recipe: বাড়িতে বানিয়ে নিন ঠেকুয়া

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *