মহাসমারোহে উদ্বোধন হলো জামালপাড়া যুব সংঘের শ্যামা পুজোর মণ্ডপের!কালী পূজা মানেই সব অন্ধকার ঘুচিয়ে আলোর উৎসব। আর এই কালীপুজো মানেই আমাদের মাথায় আগে প্রথম আসত বারাসাত। তবে এখন বারাসাতের নানারকম পূজো মন্ডপকে নানা রকম থিমের বাহারে ক্রমাগত টেক্কা দিচ্ছে রাজারহাটের বুকে হওয়া বিভিন্ন পুজো মণ্ডপগুলি। আর রাজারহাটের বুকের বিভিন্ন পুজো মণ্ডপ গুলির মধ্যে অন্যতম হলো রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত জামালপাড়া যুব সংঘের শ্যামা পুজোর মণ্ডপ।এবছর ৪৮ তম বর্ষে এই পুজো মণ্ডপের থিম হয়েছে কাঠের সাজে শ্যামা।অর্থাৎ মাটির পুতুল এবং বাসের কাজের ওপরে অভিনব ভাবেই বাংলার কৃষ্টি কালচার শিল্পকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপের মাধ্যমে।এবং শ্যামা মায়ের মূর্তিকে আকর্ষণীয় ভাবে সাজিয়ে তোলা হয়েছে।

আর বুধবার সন্ধ্যায় দর্শকদের জন্য খুলে গেল এই পুজো মণ্ডপের দুয়ার।একাধিক বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এই পুজো মণ্ডপের।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন,-রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর,জেলা পরিষদের কর্মদক্ষ জাহানারা বিবি, রাজারহাট পঞ্চায়েত সমিতির বিডিও অফিসার,অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা রাজারহাট বিষ্ণুপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী লীলাবতী নস্কর,উপপ্রধান রূপা নস্কর,পঞ্চায়েত সমিতির সদস্য তাপসী নস্কর,তৃণমূল কংগ্রেসের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মদক্ষ শবনম নাজ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

 

 

আরো দেখুন:Suvendu Adhikari:ঝাড়খন্ড প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনী প্রচারে অংশগ্রহন করার আগে কোলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *