আবাস এবং প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিপূরণের ক্ষেত্রে শর্তের কড়াকড়ি চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস নিয়ে কড়া বার্তা দিয়েছিল পঞ্চায়েত মন্ত্রী ও পঞ্চায়েত সচিবকে।

আজ রাজ্যের সব জেলাশাসক, পঞ্চায়েত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব। আবাসের তালিকা নিয়ে একাধিক জেলায় বিক্ষোভ এর ঘটনা। তা নিয়েই মূলত এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। দুপুর তিনটা থেকে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলেই নবান্ন সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দেন, প্রকৃত প্রাপকরাই যেন বাড়ি পায়, সেটা নিশ্চিত করতে হবে। কেউ যেন কেন্দ্রের দেওয়া শর্তের আইনি জালে আটকে না যায়। একটা স্কুটার থাকলেই বাড়ি তৈরির টাকা পাবে না, তা যেন না হয়। আবার কারও ভাঙা মাটির বাড়িতে একটা পাকা দেওয়াল কষ্ট করে তৈরি করেছে, তাই আবাস যোজনার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া যাবে না। মনে রাখবেন, রাজ্য সরকার এই টাকা দিচ্ছে। সরকার যে মানবিক, এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

 

আরও পড়ুন:Madhumita Sarcar: ৩০ বছরে পা দিয়ে কেমন অনুভূতি মধুমিতার?

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *