শান (Shaan) সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন দ্য রণবীর শোতে। সেখানেই রণবীর আল্লাহবাডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের গান গাওয়ার ধরন প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, ‘সবার আলাদা আলাদা অ্যাপ্রোচ হয়। এবার হতে পারে অরিজিৎ সিং যেভাবে একটা প্রেমের গান গাইবে আমি সেভাবে নাও গাইতে পারি। বা আমার মনে হতে পারে এভাবে অ্যাপ্রোচ করা উচিত নয়, বা ঠিক নয়। কিন্তু ওর গানের মধ্যে একটা সততা থাকে। ওর যেটা মনে করে, বিশ্বাস করে ও গানটা সেভাবেই গায়। আমার মাঝে মাঝে মনে হয় এত গদগদ হওয়ার কী আছে।’
এরপর তিনি এয়ারলিফট ছবি থেকে সোচ না সকে গানটির উদাহরণ দিয়ে বলেন ‘আমার এটা শুনে মনে হয়েছিল এতটা আত্মসমর্পণ কেন রে বাবা। পুরুষের মতো গাও।’ বলে নিজে গেয়ে শোনান তিনি কীভাবে গাইতেন গানটি।
এরপর শান (Shaan) বলেন, ‘ওর গানের মধ্যে সমর্পণ করার ব্যাপারটা আছে। নিজেকে বিলীন করে দিয়ে গানটা গায়। আর সেটা কাজ করে গিয়েছে। শ্রোতারা ওর গানে সেই সততাটা পায়। পছন্দ করে। হয়তো ও যেভাবে এক্সপ্রেস করছে সেটা ঠিক নয়, পারফেক্ট নয়। কিন্তু অনুভূতিগুলো খুব সৎ থাকে। গলা ক্র্যাক করে ওর কখনও, ক্ল্যারিটি থাকে না কখনও, কিন্তু সততাটা থাকে।’
Image source-Google