সম্প্রতি ৩০ বছরে পা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। বর্তমানে নতুন প্রবাদ হলো ‘থার্টিস ইজ় দ্য নিউ টুয়েন্টিস’। কিন্তু এই সফর শুরু করার আগে কেমন অনুভূতি হয়? তেমনটাই জানালেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)।

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে মধুমিতা বললেন, “দু’বছর আগে থেকেই আমি বলতে শুরু করি, যাহাই আঠাশ, তাহাই তিরিশ। নিজেকে এই ৩০ বছর বয়সটার সঙ্গে অভ্যস্ত করে নিয়েছি আগেই।”

অভিনেত্রী স্বীকার করেন, “এখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছি। ছোটবেলায় কিছু জিনিস নিয়ে ভাবতাম, এটাই জীবন, এর বাইরে কিছু নেই। এখন বুঝেছি, জীবন অনেক বড়। আসলে অনেক রকমের অভিজ্ঞতা নিয়ে ৩০-এ পা রাখছি।”

বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যও বদলেছেন মধুমিতা। অভিনেত্রীর কথায়, “ছোটবেলায় ভাবতাম জীবনটা রূপকথা। আমি ভাল থাকলেই সব ভাল হবে। তা এখন মনে করি না। নিষ্ঠা সহকারে কাজ করলে আমার সঙ্গে সব নাকি ভাল হবে! এখন বুঝেছি, ভাল হবে কি না পরের কথা। নিজেকে ভাল ভাবতে হবে। খারাপও হতে পারে। সেই খারাপ থেকে যেন আমি কিছু শিক্ষা নিতে পারি।”

৩০ বছরের জন্মদিন উদ্‌যাপন করার আগে মধুমিতা (Madhumita Sarcar) বলেন, “১৬ বছর বয়সে সেই পরিণতি বোধ কখনও আসবেই না, যা ৩০-এসে আমার মধ্যে থাকবে। এটা মেনে নেওয়া প্রয়োজন। যে কোনও বয়সেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি বয়সকে মেনে নিতে শিখেছি। ৩০ বছর বলে বয়স বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনও আক্ষেপ নেই আমার।”

আরো পড়ুন:Shaan: অরিজিতের গান নিয়ে কি বললেন শান?

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *