এবার মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বদুয়া গ্রামের বাগদি পাড়া আইসিডিএস সেন্টারে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা!
রাজ্যজুড়ে একের পর এক আইসিডিএস কেন্দ্রের খাবারের মান ঘিরে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ। কোথাও দেওয়া হচ্ছে পচা ডিম, তো কোথাও খিচুড়িতে দেওয়া হচ্ছে ডিম সেদ্ধর নোংরা জল। আবার কোথাও অভিযোেগ সব খাবারের নিম্নমান নিয়েই। এর পরিপ্রেক্ষিতে এবার , মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বদুয়া গ্রামের বাগদি পাড়া আইসিডিএস সেন্টারে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। নিম্নমানের খাবার। প্রতিবাদে আইসিডিএস কেন্দ্রের সামনে এই বিক্ষোভে সামিল হয়েছেন বড়ঞা ব্লকের বদুয়া ৪৮ নম্বর আইসিডিএস কেন্দ্রের স্থানীয়। বাসিন্দারানিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ। সমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার, বড়ঞা ব্লকের খোরজুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বদুয়া গ্রামে ৪৮ নম্বর আইসিডিএস সেন্টারে। শুধু তাই নয় খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে দেখে
সংবাদ প্রকাশ করতে বারণ করা হয়, গ্রামবাসীরা দের অভিযোগ পেয়ে খবর সংগ্রহ করতে গেলে। খবর প্রকাশ করতে বারন করা হয়।
গ্রামবাসীর অভিযোগ, প্রতিদিন নিয়মিত নিম্নমানের খাবার আইসিডিএস সেন্টারে। যা দেওয়া হয় তাও নিম্নমানের খাবার। নানান অজুহাত নিম্নমানের খাবার ওই আইসিডিএস কর্মী। একথা খোদ স্বীকার করেছেন ওই আইসিডিএস সেন্টারের রাঁধুনিও। এই নিয়ে একাধিকবার গ্রামবাসী অভিযোগ জানালে, আইসিডিএস কর্মী নিজের ইচ্ছা মতো কাজ করছে। তাই এদিন গ্রামবাসীরা আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ায় বদুয়া বাগদি পাড়া এলাকা জুড়ে।
এই ঘটনা নিয়ে বড়ঞা ব্লকের সমষ্টি আধিকারিকগোবিন্দ দাস কিছুক্ষণ আগে আমরা এই ঘটনাটা শুনলাম, আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেয় না এই ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
আরো দেখুন:Mamata Banerjee: বিশ্বের সেরা শহরের তালিকায় কলকাতা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী