খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো নরেন্দ্রনগর নেতাজি ক্লাবের শ্যামা পুজো।হাতে গোনা আর কয়েকদিক।তারপরই আলোর রশনায় সেজে উঠবে গোটা বাংলা। হ্যাঁ বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গাপুজোর পরই কাউন্টডাউন শুরু হয়ে যায় কালীপুজোর।আর এখন কালীপুজো বলতে শুধুই যে বারাসাত তা কিন্তু একদমই নয়,কারণ বেশ কয়েকবছর ধরে নানারকম থিমের বাহারে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাজারহাট চত্বর।কালীপুজোর সময়,রাজারহাটে মানুষের সমাগম থাকে চোখে পড়ার মতো।আর রাজারহাটের বুকে হওয়া নানান পুজোর মধ্যে,নড়েন্দ্রনগর নেতাজি ক্লাবের শ্যামা পুজোয় সাধারণ মানুষের নজর প্রতিবছরই কাড়ে।আর বুধবার সকাল ঠিক ১০ টা নাগাদ সাড়ম্বরে সূচনা হলো নড়েন্দ্রনগর নেতাজি ক্লাবের ৬৪ তম শ্যামা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে এদিন উপস্থিত হয়েছিলেন,- রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি,বিধাননগর পৌরনিগম ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডল, ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও ১ নম্বর বোরো চেয়ারম্যান শাহনওয়াজ আলী মন্ডল,৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিনী ব্যানার্জি,সঞ্জয় গুহ,কামাল বেনু সহ নরেন্দ্রনগর নেতাজি ক্লাবের সকল সদস্যবৃন্দদের পাশাপাশি বিশিষ্টজনেরা।

এদিকে,তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে,এদিনের এই খুঁটি পুজো অনুষ্ঠানে সাধারণ মানুষের ঢল ছিল সত্যি চোখে পড়ার মতো।

 

আরো দেখুন:Kolkata Metro: আবার মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ট্রেন আটকে চাঁদনি স্টেশনে, উত্তেজনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *