স্টার জলসার একটি অন্যতম ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। বেশ অনেকদিন ধরেই টিআরপি তালিকার শীর্ষে ছিল এই ধারাবাহিক। আর এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল লাবণ্য অর্থাৎ দুই বাচ্চার ঠাম্মি। তবে শোনা যাচ্ছে রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) অভিনীত এই চরিত্রটি এবার বিদায় নিতে চলেছে।
‘অনুরাগের ছোঁয়া’র শ্যুটিংয়ের শেষদিনের নানান মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়ে খোলা চিঠিতে রূপাঞ্জনা (Rupanjana Mitra) লিখেছেন, ‘লাবণ্য সেনগুপ্তকে আন্তরে রেখে এই চরিত্রটাকে বিদায় জানাচ্ছি। টানা ৩ বছর সুন্দরভাবে এই চরিত্রটির মাধ্যমে বেঁছে ছিলাম। লাবণ্য সেনগুপ্ত হয়েই শ্বাস নিয়েছি। তবে এবার চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসেছে। লাবণ্য শুধু একটা চরিত্র নয়, এটা আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল। এই সময়টাতে লাবণ্য হয়েই আমি হেসেছি, কেঁদেছি, লড়াই করেছি, বড় হয়েছি। শুধু একজন অভিনেতা হিসেবে নয় একজন ব্যক্তি হিসেবেও।’
অভিনেত্রী আরও লেখেন, ‘লাবণ্যকে যাঁরা দেখেছেন, যাঁরা ওকে সমর্থন করেছেন, ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের ভালোবাসার উষ্ণতাতেই এই চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছিল। আপনাদের এমন ভালোবাসা আমার কাছে উপহার, আমি সবসময় এটা মনে রাখব।’
তিনি আরও লেখেন, ‘যখন আমি এই চরিত্রটিকে বিদায় জানাচ্ছি, তখন আমি আমার সঙ্গে এই চরিত্রটিকে ধারণ করে চলেছি। এই চরিত্রটির সঙ্গেই আমার অনেক স্মৃতি রয়েছে। আশারাখি চরিত্রটি সবসময়ের জন্য আপনাদের হৃদ স্পর্শ করে থাকবে। আমাকে আপনাদের প্রিয় লাবণ্য হতে দেওয়ার জন্যও ধন্যবাদ। লাবণ্য মতো চরিত্র চিরকাল আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে।’ সবশেষে লিখেছেন, ‘কৃতজ্ঞতা এবং ভালবাসার সহ রূপাঞ্জনা।’
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি ১০ বছরের লিপ নিয়ে চলেছে। শোনা যাচ্ছে সোনা রূপারাও নাকি আরো বড় হয়ে যাবে। আর সেই কারণেই স্বভাবতই মৃত্যু হবে তাদের ঠাম্মি লাবণ্যর। আর সেই কারণেই বিদায় নিতে হচ্ছে রূপাঞ্জনাকে।
আরও পড়ুন: Kriti Shanon: বোনের সাথে প্রতিযোগীতা করতে চাননা কৃতি
Image source-Google