বর্তমানে অভিনয় জগতে কৃতি শ্যাননের (Kriti Shanon) সাথে পাল্লা দিয়ে অভিনয় করছেন তার বোন নূপুর শ্যানন। ‘হিরোপন্তি’, ‘লুকাছুপি’, ‘বারেলি কি বরফি’, ‘মিমি’, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ প্রভৃতি ছবি করে যথেষ্ট সাফল্য পেয়েছেন কৃতি। অন্যদিকে দক্ষিণী ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’-এর পাশাপাশি ‘পপ কৌন’-এ তাঁর উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। তাই ইতিমধ্যেই তাদের দুজনের মধ্যে তুলনা করা হয় আর তা করেন বাড়ির আত্মীয়স্বজনরা। এমনটাই বলছেন কৃতি, যা তার মোটেই পছন্দের না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে উঠলে কৃতি (Kriti Shanon) বলেন, “এ সবের ফলে আমাদের নিজেদের অনুভূতিতে কোনও পরিবর্তন আসেনি। আমি যখন ছবির জগতে এসেছি, আমার বোন তখন খুবই ছোট। এমনকি মুম্বইয়ে থাকত না ওরা। তবু, আমাদের আত্মীয় পরিজনেরা আমাদের দু’জনের মধ্যে একটা ভাগাভাগি করতেন। আমার রাগ হত।”

কেমন ব্যবহার পেয়েছেন আত্মীয়দের থেকে? কৃতি বলেন, “কখনও কারও বাড়ি গেলে আমাদের সঙ্গে ভিন্ন ব্যবহার করা হত। জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রেও আমার আর নুপূরের সঙ্গে আলাদা ব্যবহার করা হত। আমার মনে হয় এটা খুবই অপরিণত মানসিকতার ফসল।”

বোনের কি এই সব বিষয় খারাপ লাগত? কৃতি বলেন, “আমার বোন হলেও নুপূর খুব শক্ত মনের মেয়ে। খুবই পরিণত। কোনও কিছু খারাপ লাগলেও ও কখনও মুখে প্রকাশ করে না। ও সব কিছু শক্ত হাতে মোকাবিলা করতে পারে।”

এর আগে অবশ্য নুপূর নিজেও সংবাদমাধ্যমে জানিয়েছিলেন দিদির সঙ্গে এই তুলনা তাঁর মোটেও পছন্দ নয়। নুপূর বলেন, “দিদি একটা জায়গায় প্রতিষ্ঠিত, বিশেষত ওঁর ছবি ‘মিমি’র পরে। আমাকে তো আগে সেই পর্যন্ত পৌঁছতে হবে।”

আরো পড়ুন:Kali Puja:খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো নরেন্দ্রনগর নেতাজি ক্লাবের শ্যামা পুজো!

Image source-Google

By Torsha