আরজি কর কাণ্ডে জটিলতা কাটাতে আজ, সোমবার নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bannerjee)।

এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, সিঙ্গুর আন্দোলনের সময় ২৬ দিন অনশন করলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ তাঁর খোঁজ নিতে যায়নি। তখনই এক জুনিয়র ডাক্তার বলেন, আমরা আমাদের কথা তো বলবই ম্যাডাম।

রেসিডেন্ট ডক্টরস অ্য়াসোসিয়েশন প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, দেওয়া যাবে না বাবা। অনুমোদনও নেই।আন্দোলন শুরু করলে আন্দোলন শেষ করতেও জানতে হয়৷ জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রী বলেন, নরসিমহা রাও প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর অনুরোধেই একুশ দিনের ধর্না অবস্থান প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি৷

মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের সামনেই দাবি করেন, প্রতি ঘণ্টায় তিনি অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন৷ এ দিন তিন জন অনশনকারী চিকিৎসকের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কিছু বেশি পাওয়া গিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ জুনিয়র চিকিৎসকরা অনশন প্রত্যাহার করলে তাঁদের যাতে যথাযথ চিকিৎসা হয়, সেই পরামর্শও দেন মুখ্যমন্ত্রী৷

 

আরও পড়ুন:Riddhi Sen: মাকে তার জন্মদিনে কি বললেন ঋদ্ধি?

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *