২০ অক্টোবর ছিল রেশমি সেনের জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষেই মাকে সোস্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন ছেলে ঋদ্ধি সেন (Riddhi Sen)। শুধু তাই নয়, পোস্ট করলেন বহু অদেখা ছবি। যেখানে কোথাও একেবারে অল্প বয়সী রেশমি, কোথাও ছোট্ট ঋদ্ধি তার মায়ের কোলে চেপে কান্নায় ব্যস্ত, আবার কোথাও নাটকের রঙ্গমঞ্চে রেশমি।

চিঠিতে ঋদ্ধি (Riddhi Sen) লেখেন, ‘কিছুদিন এমন থাকে যেই দিনটা শুধু নিজের আর ছায়াসঙ্গীর, হয়তো রোজকার দৃশ্য, শব্দ, আলো,আঁধারের জগতে সর্বাঙ্গে সরীসৃপের মতো লেপ্টে থাকা সমাজের দেওয়া পরিচিতির প্রলেপ ধুয়ে ফেলার ফাঁকে স্নানঘরে দেখা মেলে ছায়াসঙ্গীর, আয়নার ঘষা কাঁচের মধ্যে হাতছানি দিয়ে ডেকে যায়, পরিচিতি নামক প্যারাসাইটের জঠরের ঘুম থেকে উঠে পড়তে বলে বারবার, জেগে ওঠার দিনগুলোর নাম হয়তো জন্মদিন। ব্যাথায় সবুজ হয়ে থাকা মাটিতে জেগে থেকে সার দিয়েছো বহু রাত, আর প্রতিটা নতুন দিনে ভোরের আকাশে শুকতারার মতো জ্বলজ্বল করে সেখানে ফুটে থেকেছে ফুল, জীবনের প্রসব বেদনার ফসল স্বরূপ তোমার গাছে থেকেছে শুধুই নতুন পাতা, এতো যত্ন করে কি করে জল দিয়ে গেলে এতগুলো বছর ধরে? সভ্যতার অগ্রগতিতে শুকিয়ে আসছে নদী, একদিন সব নদী শুকিয়ে গেলেও তোমার কাছে গেলে জল পাবো ঠিক, জানি। আজকের দিনটায় থাকুক শুধু তুমি আর তোমার ছায়াসঙ্গী, আলো আর অন্ধকার, দুটোই একান্তই তোমার, কারণ তোমার ছোট্ট বাগানটার ওপর অধিকার একমাত্র এই দুজনের।’

ঋদ্ধি আরও লেখেন, ‘ছোটবেলায় তোমার সাথে ‘লায়ন কিং’ দেখতে দেখতে কতবার ভেবেছি, তুমি না থাকলে কত কি হতো না, এই যেমন ধরো -তুমি না থাকলে লায়ন কিংরা হয়ে যেতো মেনি বেড়াল, তুমি না থাকলে ঘুমিয়ে থাকতে হতো না কিছুই খেয়াল, তুমি না থাকলে হাজরা মোড়ে সেন ফার্মেসি দোকান খুলে জমিয়ে দিতো….. শুভ জন্মদিন।’

আরও পড়ুন: Kinjal Nanda: জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কি বার্তা দিলেন কিঞ্জলের স্ত্রী?

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *