তিলোত্তমার বাবা-মা’র কথায় আমরণ অনশন তুললেন জুনিয়র ডাক্তাররা। নবান্নের বৈঠক থেকে তেমন কোনও ইতিবাচক ইঙ্গিত পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনের শারীরিক ভাষাও একেবারেই ইতিবাচক ছিল না। কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজ এবং মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের বাবা ও মায়ের কথায় আমরণ অনশন তুলে নেওয়া হচ্ছে বলে দাবি করলেন জুনিয়র ডাক্তাররা।

সেইসঙ্গে মঙ্গলবার যে সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে নিজেদের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা।

‘আমরণ অনশন’ প্রত্যাহারের পর পরবর্তী কর্মসূচির কথাও সোমবার রাতে ঘোষণা করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। তিনি বলেন, ‘‘সরকার হয়তো ভাববে, আমরা সাধারণ মানুষের কথা ভেবেই আন্দোলন করছি। সাধারণ মানুষের কথা আমরাই ভাবছি। আমরাই ভাবব। তাই এই অনশন প্রত্যাহার করলাম।আগামীদিনের কর্মসূচি হিসাবে ঘোষণা করছি, আগামী শনিবার মহাসমাবেশ ডাকছি। আরজি কর মেডিক্যাল কলেজে সেটা হবে।’’

 

আরো দেখুন:Anubrata Mondal:তৃণমূলের জেলা সভাপতির পদ ছাড়ছেন অনুব্রত মণ্ডল!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *