আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় বাংলা। আর সেই আন্দোলনে যাকে সবার প্রথমে নির্ভিকভাবে নেতৃত্ব দিতে দেখা যায় তিনি আর কেউ নন, তিনি কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। তাঁরই জন্মদিন ছিল ২০ অক্টোবর।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার স্ত্রী নিজেদের ছবি কোলাজ করে পোস্ট করেন। এই কোলাজ পোস্ট করে নম্রতা লেখেন, ‘ঈশ্বর তোমায় যখন এই পৃথিবীতে পাঠান তখন কৃপা বর্ষণ করেছিলেন। আমি গর্বিত তোমার হতে পেরে। আমি সৌভাগ্যবতী যে তোমায় নিজের বলে পারি। শুভ জন্মদিন বিপ্লবী।’
তাঁর এই পোস্ট আবার শেয়ার করে কিঞ্জল (Kinjal Nanda) পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমার শক্তি, আমার ভরসা, আমার ভালোবাসা, আমার সব কিছু …..পৃথিবী।’
অনেকেই এই পোস্টে এদিন কিঞ্জলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। প্রার্থনা করি তোমার এবং তোমাদের লড়াইটা যেন সফল হয়।’ আরেকজন লেখেন ‘দ্রোহে ও সৃজনে যেন একইসাথে উজ্জ্বল থাকো! বুকভরা ভালোবাসা! শুভ জন্মদিন।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘শুভ জন্মদিন কিঞ্জল। খুব ভালো থাকিস আর মানবতার জলন্ত মশাল হাতে পথ চলা অব্যাহত রাখিস।’
আরও পড়ুন: Shreya Ghoshal: গানের মাধ্যমে প্রতিবাদ জানালেন শ্রেয়া ঘোষাল
Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *