আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় বাংলা। শুধু কলকাতা নয়, বিশ্বের দরবারে পৌঁছে গেছে এই জাস্টিস চাওয়ার আর্জি। ঘটনায় মারাত্মক ভাবে প্রভাবিত হন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। শ্রেয়া লেখেন, ‘‘এক জন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’’

এরপরই কলকাতার নেতাজি ইন্ডোর হলে তার অনুষ্ঠান ছিল। সকলে যখন মুগ্ধ হয়ে তার গান শুনছেন তখনই শেষ গানে নিজের প্রতিবাদী ভাবমূর্তির ছাপ রেখে গেলেন শ্রেয়া (Shreya Ghoshal)। গাইলেন, ‘যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি / যত সন্ধের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি / সব মিথ্যের আর ধন্দের, তাই রক্তের সোঁদা গন্ধে / শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তাই ভাঙে পাড়, ভাসে ঘর, ভাঙে চেনা সুপ্তি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তুমি বন্ধু আজ শুনবে…।’

আরও পড়ুন: Rituparno Ghosh: ঋতুপর্ণর চোখে কেমন ছিলেন রবীন্দ্রনাথ?

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *