অনেকেই এবার আরজি কর কান্ডের প্রতিবাদে পা রাখেননি পুজো কার্নিভালে। আর যারা রেখেছেন তারা প্রতিনিয়ত ট্রোল্ড হচ্ছেন। মঙ্গলবার কার্নিভালে আসা নিয়ে সৌমিতৃষা বলেন, ‘ট্রোল হওয়ার ভয়ে যদি কেউ ভাবেন যাবেন না (কার্নিভালে), তবে আমি বলব, তাঁদের মেরুদণ্ড নেই।’ যথার্থ সময় সে হলুদ শাড়িতে সেজে উপস্থিত হন কার্নিভালে।
অরিত্র দত্ত বণিক সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষার নাম উল্লেখ না করেই লিখেছেন, ‘যারা চিকিৎসকদের দাবীর পক্ষে লড়ছেন তাঁদের মেরুদণ্ড নেই, বা হয়তো স্পন্ডেলাইটিস রয়েছে, যেমন আমি। এ ছাড়া আর কার কার বাতের ব্যথা আছে হাত তুলুন। চিন্তা নেই, চিকিৎসকেরা আমাদের চিকিৎসা করে দিতে আপত্তি করবেন না।’
বিজেপি-ঘনিষ্ঠ অভিনেত্রী রূপা ভট্টাচার্য সৌমিতৃষার তুলনা করে ফেলেছেন পুঁটি মাছের সঙ্গে। তিনি পোস্ট করলেন, ‘একটু খানি জলে পুঁটি মাছ ফরফর করে’। যদিও সৌমিতৃষার ঘনিষ্ঠ ব্যক্তিদের এবার কার্নিভালে দেখা যায়নি যেমন দেব-রুক্মিণী মৈত্র, রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার সকালে সৌমিতৃষা এই নিয়ে টিভিনাইনকে বলেছিলেন, ‘ওখানে গিয়ে যদি বিতর্কের মুখে পড়তে হয় তো হবে। তখন দেখা যাবে। আমি আন্দোলনের বিরোধী নই। কিন্তু দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে যে ভিড় দেখলাম। নতুন জামা পরে, ঠাকুর দেখলাম, আর কার্নিভাল হবে না, এটার কোনো অর্থ হয় না। বছরকার দিন মা চলে যাচ্ছে। আর কেউ যদি ট্রোল হওয়ার ভয়ে কার্নিভালে না আসে তাহলে আমি বলব তাঁরা মেরুদণ্ডহীন।’
আরও পড়ুন: Malaika Arora: ভাঙা সম্পর্ক নিয়ে কি বললেন মালাইকা?
Image source-Google