গোটা পুজো কাজ নিয়েই কাটিয়েছেন অভিনেত্রী। অবশেষে দশমীতে নিজের জন্য মণ্ডপে পা রাখলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। এই বছর প্রথম দেবী বরণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

হঠাৎ দেবী বরণের সিদ্ধান্ত কেনো জিজ্ঞাস করলে স্বস্তিকা বলেন, “এ বছর মায়ের থেকে একটু বেশি শক্তি দরকার। একটু বেশি আশীর্বাদ ও ভালবাসা দরকার। যত বড় হচ্ছি, নিজের ও সমাজের প্রতি দায়িত্ববোধও বাড়ছে। সেই জন্যই মায়ের হাতটা মাথার উপর দরকার। হঠাৎই ঠিক করলান মাকে বরণ করব। কোনও পরিকল্পনা ছিল না। পরিকল্পনা করে আমি যা-ই করি, সেগুলো ভেস্তে যায়। তবে এই বরণের অনুভূতি অসাধারণ। গায়ে কাঁটা দিচ্ছিল।”

স্বস্তিকার (Swastika Dutta) মতে নারী স্বাধীনতার প্রতীক সিঁদুর খেলা। তাঁর কথায়, “মা দুর্গা তো যুদ্ধ করছিলেন। নারীশক্তির জয়কে সিঁদুর খেলার মাধ্যমে আমরা উদযাপন করি। এই লাল রংটাকে আমরা খুব পবিত্র হিসাবে মানি। আসলে এই বাঁধা গতের ধারণাগুলো বাদ দেওয়া প্রয়োজন। আমি যেটা ঠিক মনে হয় সেটাই করি। আর নাম থাকলে বদনামও হবে।”

আরো পড়ুন:TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *