আজ জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের (Assembly Election Results 2024) ফল প্রকাশ। আপাতত কাশ্মীরে এগিয়ে আছেন ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ওমর আবদুল্লা। এদিকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডা এগিয়ে আছেন। এগিয়ে ভিনেশ ফোগটও।
জম্মু ও কাশ্মীরে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট ৪৭টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি এগিয়ে মাত্র ২৮টি আসনে। ৯০ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভার ভোটগণনায় যদি এই ধারা বজায় থাকে, তাহলে এখানে সরকার গড়বে ‘ইন্ডিয়া’ জোট ।
উল্লেখ্য, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্র সিং হুডা এগিয়ে আছেন গারহি সাম্পলা-কিলোই থেকে। এবার হরিয়ানায় কংগ্রেস জিতলে তিনি ফের মুখ্যমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। এর আগের ভোটে কংগ্রেস হারলেও হুডা নিজের আসনে জয়ী হয়েছিলেন। এই আবহে তিনি রাজ্যের প্রধান বিরোধী দলনেতা ছিলেন।
আরও পড়ুন: Jaynagar Case: হত্যার কথা স্বীকার করার পরও কোনো অনুশোচনা নেই অভিযুক্তর !