আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় বাংলা। কেউ বলছেন এবার উৎসবে আর ফেরা নয়, আবার কেউ বলছেন উৎসবে মানুষ না ফিরলে অনেক মানুষ ভাতে মারা পড়বেন। প্রথম থেকেই উৎসবে ফিরতে চাননি শ্রীলেখা মিত্র (Shrilekha Mitra)। অজয় নগর মোড়ের কর্মসূচিতে রাস্তায় নেমে নৃত্যের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলতে দেখা গেল শ্রীলেখা মিত্রকে। ‘পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা’ গানে এক তরুণীর সাথে পা মেলালেন অভিনেত্রী। নাচের এই ভিডিয়োটি পোস্ট করে ইনস্টাগ্রামে শ্রীলেখা নিজেই নিজের নাচের সমালোচনা করে লেখেন, ‘একটু ঘাড় কাৎ করতে হবে যদিও বাধ্যতামূলক নয়।’ পরে লিখেছেন, ‘রাত দখলের ডাকে গড়িয়াতে। কোনওরকম প্রস্তুতি ছাড়াই। যদিও জানি, কেউ কেউ এখনই আমার বডি শেমিং শুরু করবেন।’

যদিও এই ভিডিয়ো পোস্ট করে সমালোচনার থেকে নেটিজেনদের প্রশংসাই বেশি পেয়েছেন শ্রীলেখা (Shrilekha Mitra)। একজন লিখেছেন, ‘চিন্তা করবেন না ম্যাডাম, খারাপ লোকেরা সবসময় খারাপ কথা বলে, কিন্তু ভাল মানুষ কখনওই আপনার বিচার করবে না। এই লড়াইয়ে আমরা একসঙ্গে আছি।’ আরও একজন লিখেছেন, ‘লোকের কথায় কি আসে যায়…আসল তো মনের ইচ্ছা আর লড়াইটা জারি রাখবার জন্য মনের শক্তি’। কারোর মন্তব্য, ‘প্রস্তুতি ছাড়া এমন নাচ, চমৎকার। সর্বোপরি এখানে রি-টেক করার কোনও সুযোগ নেই।’

কারোর কথায়, ‘একসাথেই তো বেড়িয়েছিলেন, কিছু লোক বড় বড় কথা বলে আজ পালিয়ে উৎসবে ফিরলো, আপনি তো পারলেন না। আপনার মাধ্যমে উপলব্ধি করা যায়, যে সকলে নিজেকে গুরুত্বপূর্ণ দেখিয়ে ফুটেজ খেতে আসে না। এখনও কিছু শ্রীলেখা মিত্রেরা তিলোত্তমার জন্য আছেন।’

আরও পড়ুন: Shruti Das: পোস্ট করে আবার মুছে দিলেন সেই পোস্ট, কেনো?

Image source-Google

By Torsha