আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় বাংলা। কেউ বলছেন এবার উৎসবে আর ফেরা নয়, আবার কেউ বলছেন উৎসবে মানুষ না ফিরলে অনেক মানুষ ভাতে মারা পড়বেন। এবার জনগণের রোষের মুখে পড়লেন শ্রুতি দাস (Shruti Das)। সম্প্রতি তিনি একটি পোস্ট করেছিলেন। তাতে শ্রুতি লেখেন, ‘নেহাত আমার শ্বশুরবাড়ির পুজো করতেই হবে। বন্ধ করা যায় না তাই। তবে আমার অনুরাগীদের কথা দিয়েছিলাম নিজের জন্য একটা সুতোও কিনব না, কিনিনি। পাওনা দিয়েই পুজো কাটাব বলেছিলেম তাই করব। এ আমার প্রতিবাদই ধরে নেবেন। কলকাতার রাস্তার মিছিলে দেখতে পাচ্ছেন না বলে ভাববেন না আমি ভুলে গিয়েছি। আমি গত ২০ দিন ধরে কাটোয়ায় ছিলাম। ঈশ্বর শক্তি দিক তিলোত্তমার মকো মেয়েদের মা বাবা আত্মীয় পরিজনদের। আমরা তাকিয়ে থাকব বিচারের আশায়। বিচার পাবো না এ রাজ্যে কিছু হবে না বলে হাল ছাড়লে চলবে না। শত্রুপক্ষকে জিততে দেবেন না প্লিজ।’

পোস্ট করার পর সেখানে কেউ কেউ কটাক্ষের সুরে লিখেছিলেন, ‘এমনিতে ওঁর অশৌচ ছিল।‌ তবে উনি কিন্তু মানবিক, কেবল শ্বশুরবাড়ির পুজোটুকু করতেই হয় তাই করছেন‌।’ কেউ কেউ আবার লেখেন, ‘উনি নিজের জন্য একটা সুতোও কিনবেন না, তবে পাওনা পরে পুজো কাটাবেন, তাই ওঁকে উপহার দিতেই পারেন’। তবে বিতর্ক যাতে না তৈরি হয় তাই পোস্টটি ডিলিট করেন শ্রুতি (Shruti Das) শেষমেশ।

আরও পড়ুন: Junior Doctors: কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা!

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *