পুজোয় ছবি দেখা নিয়ে এক একজনের এক একরকম মতামত। আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় বাংলা। কেউ বলছেন এবার উৎসবে আর ফেরা নয়, আবার কেউ বলছেন উৎসবে মানুষ না ফিরলে অনেক মানুষ ভাতে মারা পড়বেন। দেবের টেক্কা আসছে আগামী সপ্তাহে। যা নিয়ে ট্রোলিং আশেপাশে, কারণ এই ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘পুজোয় আছি, উৎসবে নেই’! তবে অনেকের মনে প্রশ্ন এসেছে অভিনেত্রী যদি উৎসবে নাই থাকেন তাহলে নিজের ছবি প্রচার করা থেকে বিরত থাকছেন না কেনো!

কুণাল ঘোষের সঙ্গে একটি সাক্ষাৎকারে দেবকে (Dev) বলতে শোনা গেল, ‘আমি ব্যক্তিগত চিন্তাভাবনাকে সম্মান করি। আমার আইডলজিকে তোমার উপর চাপাতে পারব না কখনোই। প্রত্যেক মানুষের আইডলজি আলাদা। ঘুম থেকে উঠে সে কী ভাবছে বা কী করছে তাতে আমার আগ্রহ নেই। বরং প্রযোজক হিসেবে সে শ্যুটে এসে কী করছে, নিজের দায়িত্ব পালন করছে কি না, তা দেখা আমার দায়িত্ব। আমি নাম নিয়েই বলছি, স্বস্তিকা বা সৃজিত, তাদের আমি যে দায়িত্ব দিয়েছিলাম, তাতে অসাধারণ কাজ করেছে।’

দেব (Dev) বলেন, ‘এবার উৎসবে ফিরছি কি ফিরছি না, এটা যার যার পছন্দ। এটা নিয়ে আমার বলার কিছু নেই। আমার কেন, কারোর বলা উচিত নয়। তবে হ্যাঁ প্রযোজক হিসেবে আমি আশা করব, কারণ আমারও তো অর্থ লেগেছে। আমার বাবা তো এত টাকা রাখেনি যে একটা ছবি চললেও কিছু যায় আসে না। খুব কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি। কাওকে কখনো অসম্মান করিনি। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়েও না। তাই আমি ছবির ক্ষেত্রে, প্রযোজক হিসেবে বলব, তুমি সকাল থেকে রাত অবধি কী করছ আমার দেখার দরকার নেই। তবে হ্যাঁ প্রোমোশনে যখন আসবে, সেই কয়েকটা ঘণ্টা, এমন কোনো মন্তব্য রেখো না যেখানে আমার ছবির ক্ষতি হয়।’

আরও পড়ুন: Arjun Singh: অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি!

Image source-Google

By Torsha