দুর্গাপুজোর আগে ফের উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির সামনে বোমাবাজি। গুলি চলে বলেও অভিযোগ। অর্জুনের দাবি, তাঁর পায়ে বোমার সপ্লিন্টারের আঘাত লেগেছে।
এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন অর্জুন সিং। তাঁর দাবী স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ছেলেই এই ঘটনা ঘটিয়েছে। অর্জুনের অভিযোগ, পুলিশের সামনেই ২৫টির বেশি বোমা মারা হয়েছে বলে অভিযোগ তাঁর। এই ঘটনা পুলিশের সামনে ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালেও অর্জুনের বাড়ি মজদুর ভবনে হামলা, বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ! বিজেপি নেতা অর্জুনের অভিযোগ ছিল, ভবানীপুরের উপনির্বাচনে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের কারণেই ওই হামলা হয়েছিল। ওই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন নিজেই ওই ঘটনার কয়েক মাস পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু এ বার লোকসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপিতে ফিরে যান তিনি। যদিও বিজেপির টিকেটে দাঁড়িয়েও জিততে পারেননি ব্যারাকপুরে।
আরও পড়ুন: Rupa Ganguly Areest: বাঁশদ্রোণীর ঘটনায় নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় গ্রেফতার!