বিধাননগর পৌরনিগম ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়ারুল রহমানের উদ্যোগে,হাতিয়াড়া পশ্চিমপাড়া আজাদ ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের।মূলত,১৩ নম্বর ওয়ার্ডের একনিষ্ঠ ও বলিষ্ঠ নেতৃত্ব মোহম্মদ জাকির হোসেনের স্বরণে এই রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয়।আর যেখানে নারী পুরুষ নির্বিশেষে শতাধিক রক্তদাতা রক্তদান করেন।

মানবিক এই কর্মসুচি পালন করতে, এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন, রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি,অভিনেতা বিশ্বনাথ বসু,রাজারহাট নিউটাউন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য মন্ডল,জেলা পরিষদ সদস্য তথা রাজারহাট নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আফতাব উদ্দিন, বিধাননগর পৌরনিগম ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সিরাজুল হক,বিধাননগর পৌরনিগমের ১ নম্বর বরো চেয়ারম্যান ডাম্পি মন্ডল,অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়ারুল রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিকে, এই রক্তদান শিবিরের মাধ্যমে এদিন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী ঘোষণা করেন,- এবার কোনো নেতা নেতা মন্ত্রীর নামে নয়,কোনো এক রাস্তা তৈরি হবে দলীয় এক কর্মীর নামে।

প্রসঙ্গত,গত মাসের প্রথম সপ্তাহে বিধাননগর পৌরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী হাতিয়াড়া পশ্চিম পাড়ার জাকির হোসেনের এক মর্মান্তিক পথ দর্ঘটনায় অকাল প্রয়ান হয়।আর তারই স্মরণে এই রক্তদান শিবিরে এসে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী এদিন বলেন,- এবার জাকির হোসেনের নামে কোনো একটি রাস্তার নাম রাখা হবে।

আসলে,কর্মীরাই দলের সম্পদ সেই কথা শুধু মুখে নয়,কাজে করে দেখানোর অঙ্গীকার নিল এদিন বিধায়ক তাপস চ্যাটার্জি।খুব স্বাভাবিকভাবেই বিধায়কের এমন উদ্যোগে এদিন খুশি হয়,বিধাননগর পৌরনিগম ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীবৃন্দরা।বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এদিন সকলেই।

 

আরো দেখুন:Koushani Mukherjee: উইন্ডোজ থেকে সুযোগ কিভাবে পেলেন কৌশানী? জানালেন অভিনেত্রী