বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন ভুট্টার পকোড়া। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

৩ কাপ ভুট্টার দানা

১ কাপ পেঁয়াজ কুচি

আধ কাপ ক্যাপসিকাম কুচি

২ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি

১ চা চামচ আদা বাটা

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

১ কাপ ধনেপাতা কুচি

আধ কাপ বেসন

আ‌ধ কাপ কর্ন ফ্লাওয়ার

স্বাদমতো নুন

পরিমাণ মতো তেল

১ টেবিল চামচ মৌরি গুঁড়ো

১ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো

১ টেবিল চামচ চাট মশলা

প্রণালী:

প্রথমে সেদ্ধ করা ভুট্টার দানা হাত দিয়ে চটকে নিন। খেয়াল রাখবেন কয়েকটি দানা যেন গোটা গোটাও থাকে। একটি বড় বাটিতে বেসন, কর্নফ্লাওয়ার, নুন, ভাজা জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আদা বাটা, লঙ্কাগুঁড়ো, ভুট্টার দানা, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি মিশিয়ে আর পরিমাণ মতো জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার কড়াইয়ে সাদা তেল গরম করুন। তার পর অল্প করে মিশ্রণ নিয়ে পকোড়ার আকারে গড়ে গরম তেলে ছাড়ুন। ডুবো তেলে লালচে করে ভেজে তুলুন। শুকনো কাগজ বা কিচেন ন্যাপকিনে পকোড়া মুড়িয়ে রাখুন বেশ কিছু ক্ষণ। এতে পকোড়ার অতিরিক্ত তেল কাগজ শুষে নেবে। এ বার উপর থেকে চাট মশলা ছড়িয়ে চাটনি বা সস্ কিংবা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন ভুট্টার পকোড়া।

আরো পড়ুন: Tripti Dimri: সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন তৃপ্তি

Image source-Google

By Torsha