প্রধান শিক্ষিকার বদলে, স্কুলে ক্লাস করাচ্ছেন এক বৃদ্ধা। যিনি পেশায় চাষী। আবার প্রধান শিক্ষিকার স্বামী। এমন অভিনব ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার, বড়ঞা ব্লকের খাোরজুনা,গ্রাম পঞ্চায়েতের অধীনে বদুয়া গ্রামে।এই ঘটনার প্রতিবাদে স্কুলে বিক্ষোভও দেখিয়েছেন অভিভাবকরা।
সূত্রের খবর,- প্রায় ২৫ বছর আগের বদুয়া বাগদী পাড়া শিশু শিক্ষা কেন্দ্র শুরু হয় চারজন শিক্ষক নিয়ে। দু’জন অবসর নেয়ায় বর্তমানে দুজন শিক্ষক আছেন। স্কুলের ৮৩ জন শিক্ষার্থীদের পাঠদান করান এই দুজন।
অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা মরিওমবিবি, দীর্ঘদিন স্কুলে আসেন না। তার পরিবর্তে স্কুলে এসে পড়ান তার স্বামী শাজাহান শেখ।
তাদের কথায়, এই বৃদ্ধা শাজাহান শেখ নির্দেশেই স্কুলে নিম্নমানের মিড-ডে মিল দেওয়া হয়।ওই সেন্টারে বাথরুম আছে কিন্তু বন্ধ। জলের ট্যাপ আছে কিন্তু জল নেই। দীর্ঘদিন ধরে এই সমস্যা। সেন্টারের ছাত্র-ছাত্রীরা জল পান করতে গেলে স্কুলের পাশে বাড়িতে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে পান করতে হয়। ওই সেন্টারে ছাদ ফুটো বৃষ্টির সময় জল পড়ে। বিল্ডিং এর ডান সাইডে ফাটাল ধরে আছে।
যারফলে,যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আরো দেখুন:Weather Update:তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তি মিললো উত্তরবঙ্গবাসীর