বুধবার সকালে কেষ্টপুরে খালের ধারে ২০৬ নম্বর সেতুর সামনে লরির ধাক্কায় মৃত্যু হয় ৭৪ বছরের  এক বৃদ্ধের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম প্রদীপ  রায় । তিনি প্রাতভ্রমন সেরে ব্রিজের কাছে একটি মন্দিরে প্রণাম করছিলেন ঠিক তখনই এক লরির ধাক্কায় মৃত্যু ঘটে।

এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় লোকজন। অতঃপর বাগুইহাটি থানার পুলিশ ,পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর অবস্থায় ওই বৃদ্ধকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে পুলিশ লড়িটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক।

পরিবার সূত্রে খবর, এক সময়কালীন অসমের তেজপুরে শিক্ষকতা করতেন তিনি। ২০১২ সাল থেকে তার কলকাতায় যাওয়া আসা শুরু হয়। গত বছর পাকাপাকিভাবে দুই ছেলেকে নিয়ে কেষ্টপুরে আবাসনে থাকতে শুরু করে ।

পরিবারের লোকজনের সূত্রানুযায়ী, এদিন সকাল ৬ টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রতিদিন নিয়ম করে হাঁটতে বেরোলেও সেইদিন বেশ আগেই বেরিয়েছিল এই বৃদ্ধ ।  কেষ্টপুর খালের পাশে ইদানিং বাস- লরির চলাচল বেড়েছে বলে জানা গিয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: Recipe: বিকালে চায়ের সাথে বানিয়ে নিন মটন টিকিয়া

Image source-Google

By Torsha