আবারো দুর্ঘটনা কেদারনাথের (Kedarnath) পথে। ধসের কারণে পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড সরকার। মৃতেরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা। বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় ওই ধস নেমেছিল বলেই পুলিশ সূত্রে খবর।

শোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার পাহাড়ি পথে ধসে চাপা পড়ে যায় তীর্থযাত্রীদের গাড়িটি।   দীর্ঘ কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী  এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী  পাথর ও মাটির স্তূপ সরিয়ে দেহগুলি উদ্ধার করে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রী নিরাপত্তার স্বার্থে বিকেল ৫টার পর থেকে তীর্থযাত্রীদের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে উত্তরাখণ্ড প্রশাসন। গৌরীকুণ্ডের পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হওয়া তীর্থযাত্রীদেরই এ বিষয় নিয়ে তীব্র ভর্ৎসনা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, অন্ধকারে পাহাড়ি পথে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল তাদের। কিন্তু তাঁরা রাজি হননি। এর জেরেই এই দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত, গত বছরেও কেদারনাথের (Kedarnath) গুপ্তকাশী-গৌরীকুণ্ড মহাসড়কে তারসালির কাছে ধসে চাপা পড়েছিল তীর্থযাত্রীদের একটি গাড়ি। গভীর রাতে ওই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পাঁচ জন।

আরো পড়ুন: Russia-India-China: চাঁদের মাটিতে নয়া পরিকল্পনা নিয়ে বন্ধু রাশিয়া ও শত্রু চীনের সাথে হাত মেলালো ভারত

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *