বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন চিকেন ফার্চা। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
৫ টুকরো চিকেন লেগ পিস
২ টেবিল চামচ রসুন বাটা
১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
আধ টেবিল চামচ ধনে গুঁড়ো
স্বাদ মতো নুন
১ টি ডিম
২০০ গ্রাম বিস্কুটের গুঁড়ো
পরিমাণ মতো তেল
প্রণালী:
একটি কড়াইয়ে তেল গরম করে তাতে রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। এ বার মুরগির টুকরোগুলি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিন। মুরগির মাংসগুলি ৮০ শতাংশ সেদ্ধ হয়ে এলে ঝোল একেবারে শুকিয়ে নিন। এ বার একটি পাত্রে মাংসগুলি রেখে ঠান্ডা করে নিন। আর একটি পাত্রে ডিম ফাটিয়ে নিয়ে ডিমের সাদা আর হলুদ অংশটি আলাদা করে নিন। সাদা অংশটি তত ক্ষণ ফেটিয়ে নিন, যত ক্ষণ সেটি ফেনার মতো না হয়ে যায়। শেষে ডিমের হলুদ অংশটিও তার মধ্যে ফেটিয়ে নিন। সেদ্ধ করা মাংসগুলি ডিমের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন। লেগপিসগুলি এ বার ফ্রিজে রেখে দিন ঘণ্টাখানেক। তার পর তেল গরম করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পার্সি পদ চিকেন ফার্চা।
আরো পড়ুন:Shrilekha Mitra: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কি বললেন শ্রীলেখা?
Image source-Google