আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও, কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনো হয়নি। ফলে যে সমস্ত রোগীর কোন কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকে গ্রহণ করতে হয়। আর এই ঘাটতি পূরণ করতে একমাস ধরে রক্তদান শিবির চলছে রাজারহাট গোপালপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে ও দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে পয়লা আগস্ট থেকে এক মাস ব্যাপী ধরে চলছে রক্তদান শিবির।
তারই অঙ্গীকার হিসেবে বৃহস্পতিবার অর্থাৎ ২৯ শে আগস্ট বিধাননগর পৌরনিগম ১৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পিয়ালী সরকারের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।
এদিনের এই মহান কর্মসুচি পালনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন,- রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি,দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী,পার্থ সরকার সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
আরো দেখুন:Rajarhat Gopalpur:রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির!