গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে,গোবিন্দ দাসের নেতৃত্বে মঙ্গলবার রক্তদান শিবির করল রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ।একইসঙ্গে ২৮ শে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ করে,গোবিন্দ দাস, এদিনের এই রক্তদান শিবিরের মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা হস্তান্তর করেন।
এদিন ঠিক বিকেল ৪ টে নাগাদ ভিআইপি রোডের অন্তর্গত রয়েল গার্ডেনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির।যেখানে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।একইসঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনুষ্ঠানে আগত সকলের হাতে তুলে দেওয়া হয় ছোটো চারা গাছ।
এদিকে,তৃণমূল ছাত্র পরিষদের পতাকা হস্তান্তর করার মাধ্যমে এদিন গোবিন্দ দাস, ২৮ শে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সাফল্য মন্ডিত করার বার্তা দেন।
প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে ও দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে এক মাস ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।আর মঙ্গলবার অর্থাৎ ২৭ শে আগষ্ট রাজারহাট গোপালপুরের সভাপতি গোবিন্দ দাসের নেতৃত্বে রক্তদান শিবির করল রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন,- দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী,বিধাননগর পৌরনিগম ৬ নম্বর ওয়ার্ড পৌরপিতা সম্রাট বড়ুয়া,৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পাল,১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশুতোষ নন্দী,২২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অতীন্দ্র প্রসাদ সানা,দক্ষিণ দমদম পৌরসভা ২১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা রক্ষিত,২৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেয়া দাস, শ্রমিক সংগঠনের সভাপতি অনুপম মন্ডল,রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেস সহ-সভাপতি শুভেন্দু ঘোষ,বিকি সাহা,এবং রাজারহাট গোপালপুরের সভাপতি গোবিন্দ দাস সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্টজনেরা।
এদিনের এই শিবিরের মাধ্যমে দেবরাজ চক্রবর্তী বলেন,- “একদিকে যেখানে ভারতীয় জনতা পার্টি বনধ ডেকেছেন। অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে।আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশিকা শুনতে গান্ধী মূর্তির পাদদেশে আমরা পৌঁছাবো।” আজকের এই শিবিরের মাধ্যমে,মূলত,এই বিষয়ে অঙ্গীকার হওয়ার ডাক দেন এদিন দেবরাজ চক্রবর্তী।
আরো দেখুন:Recipe: টিফিন নিয়ে বায়না? বাড়িতে বাচ্চাকে বানিয়ে দিন এই সুস্বাদু খাবার গুলি