ছোটবেলা থেকেই নিরামিষ খান অভিনেত্রী অদা শর্মা (Ada Sharma)। নিজের অনুরাগীদের বারবার নিরামিষ খাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয় আবারও মুখ খুললেন অদা।
অদা (Ada Sharma) বলেন, “শীতাতপ নিয়ন্ত্রিত বাড়িতে বসে আমিষ খেলে তো হবে না। গুহায় থাকুন। নিজে শিকার করে খান। শিকার করার জন্য নিজে পাথর দিয়ে অস্ত্র তৈরি করুন। সিংহ বা ভালুক যা পাচ্ছেন শিকার করে তার মাংস খান। কাঁচাও খেতে পারেন অথবা পুড়িয়েও খেতে পারেন।”
অদা আরও বলেছেন, “আদিম যুগের থেকে এখন বিষয়গুলো বদলে গিয়েছে। এখন এক জন মাংস কাটছে, এক জন রাঁধছে, এক জন মাংস কাটার পরে রক্ত পরিষ্কার করছে, আর এক জন থালায় সাজিয়ে দিচ্ছে রান্না করা মাংস। তাই মাংস খেতে হলে আদিম যুগের জীবন যাপন করেই খান। চামচ আর কাঁটা চামচ ব্যবহার করার প্রয়োজন নেই।”
এই মুহূর্তে ‘গেম অফ গিরগিট’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন অদা। মারণ খেলা ‘ব্লু হোয়েল’ নিয়ে এই ছবির গল্প। এই ছবিতে শ্রেয়শ তলপড়ে ও নন্দিনী রাতলেও অভিনয় করেছেন।
আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মটন বিরিয়ানি
Image source-Google