ব্লাড ব্ল্যাঙ্ক গুলিতে চাহিদা অনুযায়ী রক্ত মজুদ রাখার উদ্দেশ্য পূরণ করতে উত্তর ২৪ পরগণা লিগ্যালসেলের উদ্যোগে বারাসাত আদালত প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির!

এদিন সকাল ১০ টা নাগাদ প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুরু হয় এই মহান কর্মসুচি।রক্তদান জীবন দান,রক্ত দিয়ে প্রাণ বাঁচান।মূলত,এই কথাকে পাথেয় করে,বারাসাত আদালত প্রাঙ্গণে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিন অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির!

মহান এই কর্মসুচি পালনে এদিন উপস্থিত হয়েছিলেন,-খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ন গোস্বামি, বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ,বারাসাত সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি তাপস দাশগুপ্ত,উত্তর ২৪ পরগণা তৃণমূল লিগ্যালসেলের সভাপতি শান্তময় বসু ওরফে গোপাল,এবং এস.সি ও.বি.সি সেলের রাজ্যের সাধারণ সম্পাদক তথা উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্টের ভাইস প্রেসিডেন্ট অমরনাথ প্রসাদ সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা।জানা গিয়েছে এদিন প্রায় ৮০ জনের মতো রক্তদাতা রক্তদান করেছেন।

 

আরো দেখুন:Sayantika Banerjee:সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে জন্মবার্ষিকী উদযাপন করলেন অমরনাথ প্রসাদ!