গত ৬ই আগষ্ট থেকে প্রতিবছরের মতো এবছরও মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হয়েছে সাব ডিভিশন ফুটবল লীগ।এবছর মোট ১২ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করে দ্বিতীয় ডিভিশন খেলা শুরু হয়েছে।গ্রুপ সি তে রয়েছে কলকাতার শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাব এর পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র ফ্যান ক্লাব অর্থাৎ মেদিনীপুর শহর তথা জেলার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর।

মেদিনীপুরের সাদা-কালো ব্রিগেড নামে খ্যাত এই ফুটবল ক্লাব লীগে আজ তাদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল।প্রতিপক্ষ ছিল ইস্টবেঙ্গল,মোহনবাগানে খেলে যাওয়া তরুণ ফুটবলার তথা পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব পিন্টু মাহাতোর গ্রামের ক্লাব ঢররাশোল বিবেকানন্দ ক্লাব। মূলতঃ ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে তৈরি এই ক্লাবের জার্সির রংও লাল-হলুদ।একদিক থেকে দেখতে গেলে আজকের এই ম্যাচ ছিল মেদিনীপুর লীগে মূলতঃ মহামেডান ও ইস্টবেঙ্গল এর ফ্যান ডার্বি।হাড্ডাহাড্ডি উত্তেজনার মধ্যে দিয়ে আজ শুরু হয় এই ম্যাচ।ম্যাচের শুরু থেকেই দুই দল একে অপরের বিরুদ্ধে একাধিক আক্রমণ গড়ে তোলে,কিন্তু প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন মহামেডান এর ৯ নং জার্সিধারী ফুটবলার বিকাশ দালাল।৪২ মিনিটে লাল হলুদ বাহিনীর জালে বল জড়িয়ে দলের হয়ে দ্বিতীয় গোল করে যান সালকু মুর্মু।এর দুমিনিট পরেই অর্থাৎ ম্যাচের ৪৪ মিনিটের মাথায় মেদিনীপুর মহামেডান এর হয়ে ৩-০ করে যান দলের অধিনায়ক তথা গত মরশুমের লীগ এর সর্বোচ্চ গোলদাতা সেক আব্দুস সালাম।সবশেষে খেলা শেষ হওয়ার কিছু মিনিট আগে লাল হলুদ তাঁবুতে শেষ পেরেকটি পুঁতে যান সাদা কালো বাহিনীর পরিবর্ত ফুটবলার হিসাবে নামা ৭ নং জার্সিধারী ফুটবলার সেক তানবির হোসেন।এর কিছুক্ষণ পরেই নাটকীয়ভাবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সাদা-কালো জার্সিধারীদের স্টপার সাগেন মুর্মু কে এবং মহামেডান কে বাকি সময় খেলতে হয় দশজনে।ম্যাচের শেষ কয়েক মিনিট ১০ জনে খেলেও প্রথম ম্যাচে খেলতে নেমে আজ প্রতিপক্ষকে প্রায় একপ্রকার ধুরমুশ করেই লীগ যাত্রা শুরু করলো মেদিনীপুরের সাদা-কালো ব্রিগেড নামে খ্যাত মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুর।তবে আজ মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে এই ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

ম্যাচের শেষে ক্লাবের জেনারেল সেক্রেটারি সেক আজহার উদ্দিন ও অর্থ সচিব সেক আরমান বলেন- “প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ।অন্যদিকে আমাদের প্রতিপক্ষ দলও বেশ ভালো ছিল।আমাদের ছেলেরা আজ টিম গেম খেলেছে,এটা দলের নৈতিক ও সার্বিক জয়।আমরা আমাদের দল নিয়ে বেশ আশাবাদী।আশা করি আগামী ম্যাচগুলোতেও আমরা দর্শকদের দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিতে পারবো”।

 

আরও পড়ুন:Sobhita Dhulipala: পুত্রবধূকে হট বলে সম্বোধন করলেন নাগার্জুন

By Sk Rahul

Senior Editor of Newz24hours