খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার এই গরমে বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন গন্ধরাজ মালাই চিংড়ি। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

৫০০ গ্রাম গলদা চিংড়ি

১ টেবল চামচ গন্ধরাজ লেবুর রস

১ টেবল চামচ পাতিলেবুর রস

স্বাদ অনুযায়ী নুন

আধ চা চামচ শাহী মরিচ গুঁড়ো

১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা

১ কাপ নারকেল দুধ

২-৩ টেবিল চামচ ক্রিম

৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা

১ টেবিল চামচ রসুন বাটা

পরিমাণ মতো সাদা তেল

আধ চা চামচ গন্ধরাজ লেবুর সবুজ খোসা

২ টি তাজা গন্ধরাজ লেবু পাতা

প্রণালী:

চিংড়িমাছগুলি পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিন। এ বার একটি পাত্রে মাছগুলি নিয়ে তার সঙ্গে পাতিলেবুর রস, নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিট। প্যানে তেল গরম করে সেদ্ধ করা পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এর মধ্যে চিংড়ি মাছগুলি দিয়ে অল্প আঁচে কিছু ক্ষণ সেদ্ধ বতে দিন। চিংড়ির রঙ লাল হলে লেবুর রস, গন্ধরাজ লেবুর সবুজ খোসা কুচি, নুন দিন। ফুটে উঠলে নারকেলের দুধ আর শামরিচ গুড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। নামানোর আগে গন্ধরাজ পাতা ও ক্রিম ছড়িয়ে গরম গ্যাসের আঁচ বন্ধ করে প্যানটি ঢাকা দিয়ে রাখুন। ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ মালাই চিংড়ি।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন ঝিঙের খোসা বাটা

Image source-Google

By Torsha