বাংলায় শিল্পের বেহাল অবস্থার অভিযোগ তুলে সরব বিরোধীরা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিরা এলেও রাজ্যে বিনিয়োগ হয় না বলে তাদের অভিযোগ। যদিও বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল। আর এদিন কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে নবান্নে সাক্ষাতের পর আদিত্য বিড়লা গ্রুপের রাজ্যে বিনিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান,- ‘আজ দুপুরে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা নবান্নে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। বাংলায় ব্যবসার সুযোগ সুবিধা ও বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন তিনি।’
মুখ্যমন্ত্রী আরো জানান, বিড়লা গ্রুপ আগামীদিনে বাংলায় আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছে, সরকারের তরফেও তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।এর পরই ওই পোস্টে বিপুল লগ্নির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ‘বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে বিড়লা গোষ্ঠীর বিনিয়োগ রয়েছে। এছাড়া আরও কিছু ক্ষেত্রে লগ্নি করবেন তাঁরা। যার মধ্যে রয়েছে সিমেন্ট ও রং উৎপাদন। সব মিলিয়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫,০০০ কোটি টাকা।’ সোশাল মিডিয়ার পোস্টে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এছাড়া শহরে বিড়লা গোষ্ঠী বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যন্ত্রী। তাঁর কথায়, ‘আরও কিছু ক্ষেত্রে নতুন লগ্নির ইচ্ছেও রয়েছে এই শিল্প সংস্থার। আমরা সবটা নিয়েই আলোচনা করেছি। বিড়লা গোষ্ঠীকে যাবতীয় সাহায্য দেওয়ার আশ্বাসও দিয়েছি।’
আরো দেখুন:Big Fat Job:মা-বাবার জন্য দের কোটি টাকার মাইনের চাকরিতে না বলে দিল বাংলার ছেলে