একটি গানের জন্য ব্যবহার করেছিলেন ৫৪ টি কণ্ঠস্বর। হ্যাঁ আজ সুরের জাদুকর সোনু নিগমের জন্মদিন!নয়ের দশকের গানপাগল ছেলেমেয়েদের সুরের জাদুতে ভাসিয়ে নিয়ে গেছিলেন যে মানুষটি,আজ সেই মানুষটি পা দিলেন ৫১ বছরে।স্ট্রাগল-সাফল্য-বিতর্ক,আজ সোনু নিগমের জন্মদিনে আপনাদের জানাবো গায়কের জীবনের না জানা কিছু তথ্য!
শোনা যায়,মাত্র ৩ বছর বয়সে বাবার সঙ্গে স্টেজ পারফরম্যান্স দিয়েছিলেন সোনু। তারপর কামব্যাক করেন বিখ্যাত রিয়েলিটি শো সা রে গা মা পা- র মঞ্চে। মাত্র ১৮ বছর বয়সে বলিউডে সিঙ্গার হিসেবে ডেবিউ করেছিলেন সোনু নিগম।
হিন্দি ভাষা ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন সোনু। মারাঠি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, বাংলা, পাঞ্জাবি, ওড়িয়া, নেপালি ও আরও অনেক ভাষাতেই গান গেয়েছেন তিনি।
তবে গায়ক হওয়ার পাশাপাশি অভিনয়ের জগতেও পা রেখেছিলেন সোনু। শুধু মিউজিক অ্যালবাম নয়, বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘জানি দুশমন’, ‘লাভ ফ্রম নেপাল’, এইসব ছবিতে দেখা গিয়েছে সোনু নিগমকে।শোনা যায়,সোনু নিগম প্রায় ৫৪ রকমের ভিন্ন কণ্ঠে ‘তিস মার খান’ গানটি গেয়েছিলেন!
সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু নিয়েছে সোনু নিগমের। কখনও টি-সিরিজের বর্তমান মালিক ভূষণ কুমারকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। কখনও বা রাধে মা- কে নিয়ে তাঁর মন্তব্যের জন্য বিরাগভাজন হয়েছেন সোনু। তালিকায় রয়েছে আরও অনেক বিতর্কিত বিষয়।
তবে ১৯৯৭ সালে ‘বর্ডার’ ছবির ‘সন্দেসে আতে হ্যায়’ গানই সোনু নিগমের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তারপর একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি।বলা যায়,আজও তাঁর সুরের জাদুতে মুগ্ধ হন গোটা সঙ্গীতমহল।
আরো দেখুন:Big Fat Job:মা-বাবার জন্য দের কোটি টাকার মাইনের চাকরিতে না বলে দিল বাংলার ছেলে