স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে।শুক্রবার ঘুনি এফ.পি স্কুলে একদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিকেল ঠিক ৪ টে নাগাদ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও, কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনো হয়নি। ফলে যে সমস্ত রোগীর কোন কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকে গ্রহণ করতে হয়। আর এই ঘাটতি পূরণ করতে শুক্রবার নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এমনকি এই অনুষ্ঠানের মাধ্যমে চশমাও প্রদান করা হয় সাধারণ মানুষদের হাতে।

এদিনের এই মহান কর্মসুচি পালনে উপস্থিত ছিলেন,-রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি,রাজারহাট নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন সহ নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি অন্যান্য বিশিষ্টজনেরা।

 

 

 

আরো দেখুন:Up Side Down house Kolkata:রাজারহাট নিউটাউনের মুকুটে নয়া পালক। এবার কলকাতায় খুলে গেলো প্রথম আপ সাইড ডাউন গ্যালারি!